কদম অথবা ভালোবাসা..

Published 2023-12-30
গানটা লেখা কার, সুর করা কার, মিউজিক দেয়া কার কিচ্ছু জানিনা। শুধু জানি পুরো ভার্সিটি লাইফ কাটিয়েছি এই গান গেয়ে, শুনিয়ে, আবেগ মেখে....
কষ্ট, আর্তনাদ আর হাহাকার মেশানো গান, অসংখ্য রিকুয়েষ্ট পেয়েছি রেকর্ড করার, সেই অর্থে করা হয়নি। অথচ কী অদ্ভুত, সেই রেকর্ড যখন করলাম, খুব সম্ভবত পৃথিবীর সবচাইতে সুখী মানুষের একজন আমি ওই মুহূর্তটাতে! কেনই বা হবো না? ক্যামেরার পেছনের মানুষটা যে আমার সদ্য বিবাহিতা স্ত্রী!!!

ভালোবাইসা দিসিলাম তরে দুইডা কদম ফুল.... (Valobaisha disilam tore duida kodomful)
Recorded on 27th Nov, 2023 at Backyard Retreat resort, Sreemongol.

লিরিক -

ভালোবাইস্যা দিসিলাম তরে দুইডা কদমফুল,
সেই ফুলরে তুই তুচ্ছ ভাইব্যা করসস বড় ভুল।
সখী দিবা নিশি দ্যাখতাম আমি, স্বপন তরে লইয়া,
ক্যান তুই আমারে ডুবাইলি আমার চোখের জল দিয়া?
নারে না না, নারে না না,
নারে না না, না না....।।

ফালাইয়া আমারে বল তুই
যাবি কই ঐ আকাশ দ্যাশে?
বুঝিস আমি দেখমু তোরে
তর চোখের ভিতর দিয়া!
সখি ভুলেও কাউকে মন দিস না
ঐ গাঙের কাউয়া চিলে রে ,
বুঝিস আমার নজর থাকবো
সবসময় তর উপরে।।

যাইতে যদি চাস রে সখি
যারে চইলা যা,
দিবানিশির স্বপ্নগুলা,
যা রে লইয়া যা....
সখি আগে যদি জানতাম আমি
দুস্বপন দেখতাম না,
রাত বিরাইতে গালডারে আর
চোখের জলে ভাসাইতাম না।।

দৌড়াইবি কত বল তুই আর
গোল এই পৃথিবীতে?
দৌড়াইতে দৌড়াইতে একদিন
খুইজা পাবি তুই আমারে।
সখি সেই দিন তোরে দেইখা
সখি ঠেঙ্গা দেখামু আমি,
ছ্যাপ মারুম তোর উপরে
মাইনসে করবো বমি!

সখি আল্লাহ বানাইছে তরে
আল্লাহ বানাইছে ফুল...
কেশবতী কন্যার আর নাই
ঘন কালো চুল!
সখি করসস বড় ভুল!
সখি করসস বড় ভুল....

All Comments (4)