২৪;র গণঅভ্যুত্থানে ; আপনার ভূমিকা কি হবে ? Shahed Alam Show II Bangladesh Protest II Dhaka Unrest

796,863
171
2024-07-28に共有
সরকার রেমিটেন্স সংকটে পড়েছে প্রবাসীদের রেমিটেন্স ব্লকেডে! ব্যাঙ্ক গুলো টাকা শূন্য, এর মধ্যে ৯৮ ভাগ মানুষ ক্ষুব্ধ খুনি সরকারের উপর। পরিস্থিতি শ্রীলঙ্কার ছেয়ে অগ্নিগর্ভ। এখন কেবল প্রয়োজন আপনার ভূমিকা! কিভাবে ?
#রেমিটেন্স #বাংলাদেশ #bangladeshunrest #banglainfotube #dhakaunrest #bangladeshprotest #shahedalamshow #ProbashiRemitence

BANGLA INFOTUBE is a multi-dimensional platform that aims to educate, entertain, inform, and persuade. It is the first Bengali audience-focused YouTube channel to discuss politics and contemporary affairs in Bangla. We are independent and not affiliated with any political parties, donors, or agencies. You can become a part of our community by joining the exclusive forum of 'patrons'.


Facebook: www.facebook.com/shahedalambd
LinkedIn: www.linkedin.com/in/shahedalam1/
Instagram:www.instagram.com/shahedalam001/

コメント (21)
  • @anandmela4662
    শেখ হাসিনা পতন না হওয়া পর্যন্ত রেমিট্যান্স সারর্ভার বন্ধ থাকবে সাময়িক অসুবিধা জন্য মাফ করবেন
  • প্রবাসী ভাইদের কাছে হাত জোর করে বলছি। আপনারা কেউ রেমিটেন্স পাঠায়েন না 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  • @salman2083
    মাত্র ৩ মাস শ্রীলংকার রেমিট্যান্স শাটডাউন করে স্বৈরাচার শাসক থেকে মুক্তি পেয়েছিল! রেমিট্যান্স না পাঠিয়ে আমরাও দেশ রক্ষার এই যুদ্ধে অংশগ্রহণ করি এবং দেশ বাঁচাই❤
  • @krishikothainfo
    প্রবাসীরা দেশকে রক্ষা করুন রেমিটেন্স শাটডাউন করুন 👏👏👏👏
  • @momenshahitv52
    প্রবাসী ভাইদের দুই হাত ধরে অনুরোধ করছি দয়াকরে এই জুলুম অত্যাচারী শাসকের হাত থেকে জাতিকে রক্ষা করুন 😢
  • আমারা সবাই রেমিট্যান্স পাঠাবো না সরকার বিরূদে এটাই হোক প্রতিবাদ
  • @salimvidio
    ছাত্ররা আমাদের সন্তান, কারও ছেলে, কারও মেয়ে, কারও ভাই, কারও বোন। এদেরকে রক্ষা করা এবং এদের পাশে দাঁড়ানো আমাদের বিশেষ কর্তব্য। কারণ ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ।
  • আমি একজন সৌদি প্রবাসি, ২৪এর এই গণঅভ্যুত্থানে আমার ভূমিকা রেমিট্যান্স শাটডাউন অর্নিদূষ্টকালের জন্য 👍
  • ছাএ আন্দোলনে সবাই যোগ দিন ❤❤❤❤
  • রেমিটেন্স যোদ্ধারা দয়া করে ব্যাংকে কোন টাকা পাঠাবেন না। আপনাদের ঈমানী দায়িত্ব বাংলাদেশের সকল ছাত্র সমাজের পাশে থাকা।
  • ইনশাআল্লাহ আমাদের এই প্রক্রিয়া অব্যাহত থাকিবে , যতদিন অব্দি আমাদের ভাই-বোনদের রক্তের হিসাব না বুঝিয়া পাইবো।
  • @user-bd7fd7li3k
    গত কয়েকদিনের আলামত দেখে আমার দু চোখ দিয়ে বারবার ই পানি ঝরেছে (প্রধানমন্ত্রীর কান্নার মতো না) । কাউকে দেখিয়ে কাদিনি, একা একা কেঁদেছি। আর আফসোস করেছি- ইস! দেশে যদি থাকতে পারতাম তাহলে কোনো না কোনোভাবে নিজেকে এই অভূথ্যানের অংশীদার করে নিতে পারতাম। এদেশের ছাত্রছাত্রীরা এতো কষ্ট করলো অথচ আমরা প্রবাসীরা কোনো কাজেই আসতে পারলাম না। কিন্তু দু দিন যাবত মনটা একটু ভালো হয়েছে। আমরা দেশে নাই তো কি হয়েছে? এতো বড়ো অস্ত্র যে আমাদের হাতে আমরা সেটা বুঝতামই না। ছাত্রছাত্রীরা নরমাল কার্ড দিয়ে খেলা চালিয়েছে কিন্তু ওরা মানেনি। এখন আমরা আমাদের তুরুপের তাস টা দিয়ে খেলবো। ব্যাংকে একটা টাকাও দেশে পাঠাবো না, শুধু সংসারের বেসিক খরচটা ই পাঠাবো, তাও ব্যাংকে না। আমরা আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের এই ত্যাগ বৃথা যেতে দিবো না। আমরাও এই দেশকে স্বাধীন দেখতে চাই যেখানে সত্যি কে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলার স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে। অযোগ্য লোকে ভরে গেছে এই সমাজ, যোগ্যরা মুখ লুকিয়েছে। না, এটা হতে দেয়া যাবে না । অযোগ্যরা মুখ লুকাবে, ওরা কেনো সমাজের আসনে থাকবে? যোগ্যদের নেতৃত্বে আসতে হবে, আমরকেই আনতে হবে। তাহলেই এই সমাজে আবার আদব-কায়দা, মান্যতা, সুখ, শান্তি, সুশিক্ষা, সুশাসন, অর্থনৈতিক উন্নতি, সামাজিক অগ্রগতি ইত্যাদি ফিরে আসবে। আর আমরা সবাই যোগ্যদেরকেই সাপোর্ট করবো সে যেই দলেরই হোক - এটাই হোক আমাদের সকলের আগামীর দায়িত্ব। সম্মানিত রেমিটেন্স যোদ্ধারা, আপনারা আর ৩/৪ টা মাস আরেকটু ধৈর্য্য ধরুন। দেশের মঙ্গলের জন্য আরেকটু সহযোগিতা করুন। Plz আপনারা এগিয়ে আসুন। সত্যের সঙ্গ দিন, মিথ্যাকে বর্জন করুন। সত্যের পথে সাপোর্ট করাটাও একটা যুদ্ধ। এটা দেশে থেকে যুদ্ধ করার চেয়ে কোনো অংশে কম না। অল্প লাভের আশায় লোভে পড়ে ব্যাংকে টাকা পাঠাবেন না। এখনকার এই অল্প লাভ ভবিষ্যতে বড় ক্ষতি ডেকে নিয়ে আসবে। আপনার, আমার সন্তান দেশে আছে। ওদের ভবিষ্যত কি? এমন দেশে তারা কিভাবে বাঁচবে? ওদের জন্য আপনাকে, আমাকেই এই দেশের পরিবেশ গড়ে দিয়ে যেতে হবে। যাতে আমাদের সন্তানেরা আমাদের দোষারোপ করতে না পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবার মনের নেক আশা পূরণ করার তৌফিক দান করুন। আমিন। 🤲🤲🤲 সবাই ভালো থাকবেন। আসসালামুআলাইকুম🫡
  • রেমিট্যান্স শাটডাউন চলছে, প্রয়োজন ছাড়া পাঠাবেন না
  • তোমরা দেশের বানিজ্য বন্ধ করে দেও আমরা রেমিট্যান্স বন্ধ করে দিয়েছি।
  • @AbdulAwal-ty4bf
    সেই দিনের অপেক্ষায় প্রবাসীরা বসে আছে ৩ মাস যাবত কোন রেমিট্যান্স নয়! ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি! "বুক ফেটে বাংলাদেশের জনগণের কান্না" আসে😢😢😢😢😢
  • আমি সকল প্রবাসী ভাইদের অনুরোধ করবো আমরা যারা প্রবাসে আছি কথায় না পুরা কাজে প্রমাণ দেখাতে হবে আমাদের দেশটাকে আর একবার স্বাধীন করতে হবে
  • এই আন্দোলনে হারা মানে বাঙালি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না
  • রেমিটেন্স যোদ্ধাদের এটাই হবে আসল প্রতিবাদ
  • @SoniaTusra
    আল্লাহ তুমি সহায় হও,, প্রবাসিদের কাছে অনুরোদ রইল, তোমরা ছাত্রদের পাশে থাকো
  • আলহামদুলিল্লাহ। রেমিটেন্স কমে যাওয়ার খবরে খুবই ভাল লাগল।