ন্যায় ও ন্যায্যতার লড়াই | নূরুল কবির | Episode 7655

205,361
0
Publicado 2024-07-16
তৃতীয় মাত্রা, পর্ব-৭৬৫৫, তারিখ-১৭.০৭.২০২৪
অতিথি নিউ এইজ সম্পাদক নূরুল কবির।

Episode: 7655, Date: 17.07.2024
Guest: Nurul Kabir, Editor, The New Age

🔥𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 Tritiyo Matra 𝗼𝗻 𝘆𝗼𝘂𝗿 𝗦𝗼𝗰𝗶𝗮𝗹 𝗠𝗲𝗱𝗶𝗮:
👉YouTube: youtube.com/c/tritiyomatra
👉Twitter : twitter.com/Tritiyo_Matra
👉Instagram: www.instagram.com/tritiyomatra
👉Website: www.tritiyomatra.com/

#TritiyoMatra #তৃতীয়মাত্রা​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Talkshow #Bangladesh #economy #governance #development #Zillur_Rahman #জাতীয়_সংসদ #bnp #bnpnews #bnp_live #awamileague #channelitv #channelinews #channelitalkshow

​​​​​​This is the only official Tritiyo Matra YouTube channel. We are uploading daily on air episode within the soonest possible time and old episodes as well so that our valued viewer can watch episode later whenever they feel free.

Address:
45/1 New Eskaton, 2nd Floor Dhaka 1000, B

Todos los comentarios (21)
  • আজকে আর কোন কথা শুনতে চাই না শুধুই লিখতে চাই সূর্যোদয়ের পরে সবাই বেরিয়ে আসুন রাস্তায় এই ছাত্র-ছাত্রীদের এই সন্তানদের পাশে থাকুন সবাই। হটাও ছাত্রলীগ বাঁচাও দেশ, আমি প্রবাসে না থাকলে দেশে থাকলে অবশ্যই সন্তানদের পাশে থাকতাম তবে আমি একাত্মতা প্রকাশ করছি।
  • @rahimhazary5067
    ধন্যবাদ প্রিয় জিল্লু ভাই।আজকের আলোচনাটা খুবই মন দিয়ে শুনেছি।সব সময় নুরুল কবিরের কণ্ঠস্বর গণ মানুষের পক্ষে থাকে।আজকেও তার ব্যতিক্রম নয়।ভদ্রলোকের জন্য অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা দোয়া রইল।
  • @tazimbangla7643
    আবু সাঈদ আমার দেখা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান
  • @ara1854
    জনাব নুরুল কবির সাহেব একজন মহা বীর।সালাম আপনাকে। বেঁচে তাকেন হাজার বছর
  • @wadudulislam3552
    ২২ বছর প্রবেশ কালে নুরুল কবির নামে বাংলার এ যোগ্য সন্তানকে তৃতীয় মাত্রায় আনার জন্য চ্যানেল আই আইকে অন্তরের অন্তস্থ থেকে সাথে বোরহানকে ধন্যবাদ জানাচ্ছি ।
  • @kaziarman4691
    জনাব নুরুল কবির সাহেবের প্রতি সন্মান এবং শ্রদ্ধা অবিরাম।
  • @ziauddin6357
    অভিনন্দন তৃতীয় মাত্রাকে ২২ বছরে পদার্পণের এই শুভক্ষণে। একজন যোগ্য মানুষকেই এই দিনে আমন্ত্রণ জানানো হলো। জনাব নুরুল কবীরের প্রতি আবারো অনেক শ্রদ্ধা জানালাম।
  • @user-dk2xd5je4m
    নুরুল কবির ভাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ সঠিক কথাগুলো বলার জন্য
  • @MdFarid-tq8ru
    অভিনন্দন রইল জিল্লুর রহমান ভাই সবসময় সত্যের সাথে থাকার জন্য
  • @mohdrab9784
    H T Imam এইচ টি ইমাম ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেছিলেন: "বিসিএস লিখিত পরীক্ষায় তোমরা পাশ করে আসো মৌখিক পরীক্ষা আমরা দেখব"। কথাটা ভূলে গেছিলাম। জনাব ধন্যবাদ কবির ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য।
  • @s.mirror981
    নুরুল কবির সাহেবের বিশ্লেষণ যথার্থ।
  • @sanawarali2012
    ন্যায় ও ন্যা্য্যতাকে কেন্ড্র করে যে বস্তুনিঠ্য এবং নিরপেক্ষ রাজনৈতিক পর্যালোচনা শুনলাম তা তূলনাহীন। ধন্যবাদ জনাব নূরুল কবির।
  • @mominulmondol4780
    জিল্লুর সাহেব, আমার অন্তরের গভীরতম শুভেচ্ছা। হয়তো বা পুনরাবৃত্তি ,বাংলাদেশের একমাত্র টকশো,যার উপর নির্ভর করা যায় দেশের যেকোনো রাজনৈতিক অবস্থান থেকে ।নিজেকে প্রকাশ করার কোনো চেষ্টা থাকেনা নেহায়েত অত্যন্ত ভদ্র লোক বলেই। অনেক সঞ্চালকের প্রতি অনুরোধ , বাংলাদেশে জিল্লুর সাহেব একটি দৃষ্টান্ত ।ওনাকে অনুসরন করুন । এতে নিজের, আপনার অনুষ্ঠানের, দেশের মান উন্নয়নে সহয়াক হবে। আপনি আপনাকে চালাক মনে করে বিশ কোটি মানুষকে বোকা ভাববার বোকা জিল্লুর সাহেব না,বলা যায়। এই কথা গুলো প্রযোজ্য যারা, অনুষ্ঠানে অভিজ্ঞ,বিজ্ঞ বক্তা হিসাবে আসেন তাদের বেলাতেও। কবির সাহেব একটি আদর্শ। এমন আদর্শকে ভালবাসা যায়, এমন আদর্শে পথ চলা যায়, এমন আদর্শে সৃষ্টিকে আরও সুন্দর করা যায়, এমন আদর্শে সুন্দর মানুষ হওয়া যায়। অর্থ পাওয়া বোধ করি খুব মুশকিল ।ভালো থাকবেন।
  • @user-kz5uj1zc5v
    আজকের মূল্যবান. সৎ. ভাল মানুষ দেশ প্রেমিক মোঃ নূরুল কবির সাহেব কে আমার সালাম।
  • @mdjoyel2630
    জনাব নুরুল কবির সাহেব অনেক সুন্দর আলোচনা এবং বিশ্লেষণ করছেন অনেক ধন্যবাদ স্যালুট
  • @noyanism
    প্রিয় পছন্দের মানুষদের মধ্যে একজন নুরুল কবির স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে অনেকগুলো সত্য কথা তুলে ধরার জন্য।
  • @sakinabegum6548
    নুরুল কবির স্যারের প্রশংসা করে শেষ হবে না ভাবুন তো আমাদের দেশে যদি ওনার মত একজন প্রধানমন্ত্রী থাকতো তাহলে আমাদের দেশটার কি অবস্থা হতো ভাবতেই তো ভালো লাগছে। আমি কদিন ধরেই এই কথা ভাবছিলাম আজকে হঠাৎ টকশোতে ওনাকে দেখে আমার সেই কথাটাই লেখার মাধ্যমে বেরিয়ে এলো
  • @user-uo4uw1iz8x
    সন্তানদের দুঃসময়ে পাশে থাকা উচিত থাকতে হবে সকল অভিবাবককে।আপনার সন্তানের অধিকার আপনার পরিবারের অধিকার। সন্তান বিপদাপন্ন হলে অভিবাবক কিভাবে নিরাপদে থাকবেন? ছাত্ররা রাজপথে থাকবেন শিক্ষাবিদ ও অভিভাবক গণ পাশে না থাকলে আপনার সন্তানের জীবন বিপন্ন।পাশে থাকুন আগলে রাখতে হবে।এ আন্দোলনের সাথে জড়িত হয়েছে তাঁদের অনেকই সরকারি চাকরির চিন্তা করে না।
  • @MasumAhmed-bc8ot
    তৃতীয় মাত্রার ২২ বছর পূর্তিতে অভিনন্দন জানাই জিল্লুর রহমান সাহেব সহ সংশ্লিষ্ট সকলকে। খুবই চমৎকার বিশ্লেষণ করলেন নুরুল কবির সাহেব তাকে ধন্যবাদ জানাই এবং সত্যের পথে তার সংগ্রাম আমৃত্যু অব্যাহত থাকুক। উনাদের মতো সত্যভাষী আমাদের দেশটার আজ বড় প্রয়োজন। যুক্তরাজ্যে গনতন্ত্র চর্চা আর তার প্রতি শাসক দলের নতমস্তক দেখে দেশের কথা বড় মনে হয় আর আফসুস হয় কবে আমার দেশ এমন হবে । আর কবে দেশের মানুষ এই গণতন্ত্র নামদারী স্বৈরাচার দের কাছ থেকে মুক্তি পাবে।
  • অসংখ্য ধন্যবাদ নুরুল কবির স্যার কে আপনি যে ভাবে উদাহরণ দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় কথা বলছেন এটা সবার ভেবে চিন্তা করা উচিৎ আমি মনে করি।